E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীনগরে পিউরইট কিটের দাম টেম্পারিং করে বেশি দামে বিক্রয়ের অভিযোগ

২০২৩ আগস্ট ২৭ ১৩:৪৫:৪৯
শ্রীনগরে পিউরইট কিটের দাম টেম্পারিং করে বেশি দামে বিক্রয়ের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে টেম্পারিং করে পিউরইট রিফিল কিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের শ্রীনগর বাজারে ক্রোকারিজের দোকানে ইউনিলিভার কোম্পানির তৈরীকৃত পিউরইট নামের খাবার পানি শোধনের মেশিনের রিফিল কিটের প্যাকেটের গায়ে প্রিন্ট করা মূল্য টেম্পারিং করে বিক্রি করা হচ্ছে। বাজারের ক্রোকারিজের দোকানীরা বেশী মুনাফার আশায় কোম্পানীর সরবরাহকৃত প্যাকেটের গায়ে তিন হাজার লিটারের রিফিল কিটের এমআরপি ১,২০০ টাকা লেখা থাকলেও গায়ের দামে বিক্রি করতে অপারগতা প্রকাশ করছেন। দোকানীরা  প্যাকেটের এমআরপি টেম্পারিং করে চৌদ্দ শত টাকা লিখে ক্রেতাদের কাছে অহরহ বিক্রি করছেন। এভাবে ভোক্তারা প্রতারিত হচ্ছেন। 

বাজারের পানপট্টির মোহাম্মদ আলী খানের মালিকানাধীন রহিমা ক্রোকারিজের বিরুদ্ধে অভিযোগটি উঠেছে। শুক্রবার দুপুরে এই পণ্যটি কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন উপজেলা সদরের আমিন নামের এক ক্রেতা। সব কিছু জেনেও তিনি বাধ্য হয়ে পণ্যটি কিনেছেন। তিনি দীর্ঘ দশ বছর ধরে বাসায় বিশুদ্ধ খাবার পানির মেশিন পিউরইট ব্যবহার করছেন। প্রায় চার মাস পর পর পানি ৩,০০০ লিটার পিউরিফাইড করতে সক্ষম ১ টি রিফিল কিট কিনতে হয় তার। তিনি বলেন, সেদিন বাজারের একাধিক ক্রোকারিজ দোকান ঘুরে পণ্যটি খুঁজে পেলেও, বক্সের ১,২০০ শত টাকা লেখা এমআরপি কালো কালি দিয়ে মুছে ১,৪০০ টাকা লিখা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। তখন দোকানী পূর্বের দামে বিক্রি করবে না বলে জানায়। পরে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ১,৩৫০ টাকায় কিনে আনেন।

রহিমা ক্রোকারিজের দায়িত্বরত কর্মচারী অনৈতিক এ লাভের বিষয়ে বলেন, দাম বৃদ্ধির আগে কেনা এ রকম অনেক পণ্যের বক্সে আমরা নতুন দাম হাতে লিখে পূর্বের টি চালিয়ে থাকি। দীর্ঘ সময় আমরা অধিক লাভের আশায় এ কাজ করছি। কেউ তো কোন দিন প্রতিবাদও করেনি! একেই বলে ব্যবসা।

তবে দোকানের মালিক মোহাম্মদ আলী খান মোবাইলের কল রিসিভ না করায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে সাধারণ ভোক্তারা আশা করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ নিয়মিত বাজার মনিটরিংকালে ক্রোকারিজ দোকানগুলোকেও নজরদারিতে রাখবেন।

(এমআর/এএস/আগস্ট ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test