E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

২০২৩ আগস্ট ২৭ ১৯:০০:৫৯
রাজনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালামাল।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

পুলিশ সূত্র জানায়, চলতি মাসের ২৪ আগস্ট রাত আড়াইটার দিকে রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন্নেছার (৫৫) বসত ঘরের বারান্দার কলাপসিবল গেটের তালা কেটে কক্ষের ছিটকারি ভেঙ্গে অজ্ঞাত ৬ থেকে ৭ জন লোক দেশীয় অস্ত্র নিযে প্রবেশ করে প্রথমে ঘরের লোকদের হাত-পা বেধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৬২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি দায়ের করা হয় (মামলা নং- ১৭, তারিখ ২১৪/০৮/২০২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সুলেমান আহমদসহ রাজনগর থানার একটি দল ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এ ঘটনার দু’দিনের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট শনিবার রাত ১০ টা ১০ মিনিেিটর সময় উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১) সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। ওই ৩ জনকে জিজ্ঞাসাবাদে তাদের দেয় তথ্যে এবং ডাকাত জাকির হোসেন এর দেখানো মতে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ ২ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত জাকির হোসেনের বাড়ী সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রংয়ের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি,লোহার তৈরি রামদা, লোহার তৈরি হ্যামার, তালা কাটায় ব্যবহৃত কাটার জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়।

(একে/এসপি/আগস্ট ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test