E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিসোর্টের তালাবদ্ধ কক্ষে মিললো পর্যটকের মরদেহ, পালিয়েছে অপর দুই পর্যটক!

২০২৩ আগস্ট ২৮ ১৪:১৪:২৬
রিসোর্টের তালাবদ্ধ কক্ষে মিললো পর্যটকের মরদেহ, পালিয়েছে অপর দুই পর্যটক!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চা কন্যার দেশ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের বিলাশবহুল একটি রিসোর্টের তালাবদ্ধ কক্ষ থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রবিবার (২৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ী এলাকার অরণ্য ঘেরা রিসোর্ট লেমন গার্ডেনের বৃষ্টি বিলাশ এর ৫নং কক্ষে ঘটে রহস্যজনক এই খুনের ঘটনা। খুন হওয়া ওই পর্যটকের নাম শরিফুল ইসলাম। তাঁর বাড়ি নরসিংদি জেলার রায়পুরা এলাকায়। কী কারণে এই খুন তা তদন্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও রিসোর্টের রেজিষ্টার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট সকাল প্রায় পৌনে ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো: নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাত আরও এক পর্যটক লেমন গার্ডেন রিসোর্টে থাকার জন্য উঠেন। পরবর্তিতে ২৭ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল রিসোর্ট স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট কক্ষে চেকিংয়ের জন্য গেলে ওই কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। রিসোর্টের মাষ্টার চাবি দিয়ে কক্ষ খুলে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তবে ওই কক্ষে থাকা অপর দুই পর্যটক আগেই পালিয়ে গেছেন বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা তাপস চন্দ্র দাস রবিবার রাত ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, ওই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। পাশাপাশি পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিটও ঘটনা তদন্তে সহয়াতা করছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ওই মরদেহের মাথায় কাটের চেলি জাতীয় টুকরো দিয়ে আঘাত করে তেতলে দেয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) রাতে মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনগত ব্যাবস্থা গ্রহণ করেছে। এবিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

এদিকে রবিবার সন্ধ্যায় মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।

(একে/এএস/আগস্ট ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test