E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় ৩ পর্যটককে আসামী করে স্ত্রীর মামলা

২০২৩ আগস্ট ২৮ ১৯:৫৯:২৭
শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় ৩ পর্যটককে আসামী করে স্ত্রীর মামলা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : টিলা-পাহাড় আর অরেণ্য বেষ্টিত চা কন্যার দেশ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের বিলাশবহুল রিসোর্টের তালাবদ্ধ কক্ষে পর্যটক খুন হওয়ার ঘটনায় রিসোর্ট থেকে পালিয়ে যাওয়া তিন পর্যটককে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা (মামলা নং ২৭ তারিখ ২৮ আগস্ট ২০২৩) দায়ের করেছেন খুন হওয়া শরিফুল ইসলাম এর স্ত্রী শারিয়া আক্তার মুন্নি (৩১)।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে রিসোর্ট থেকে পালিয়ে যাওয়া তিন জনকে আসামী করে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা তাপস চন্দ্র রায়। তবে তদন্তের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

লোহমর্ষক এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা তাপস চন্দ্র রায় জানান, লাশ ময়না তদন্তসহ সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সোমবার দুপুর আড়াইটার দিকে খুন হওয়া ওই পর্যটকের স্ত্রী শারিয়া আক্তার মুন্নি পরিবারের পক্ষে মরদেহ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, ওই ঘটনা তদন্তে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে রবিবার (২৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ী এলাকার অরণ্য ঘেরা রিসোর্ট লেমন গার্ডেনের বৃষ্টি বিলাশ এর ৫নং কক্ষে ঘটে রহস্যজনক এই খুনের ঘটনা। খুন হওয়া ওই পর্যটকের নাম শরিফুল ইসলাম। তাঁর বাড়ি নরসিংদি জেলার রায়পুরা এলাকায়। কী কারণে এই খুন তা তদন্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও রিসোর্টের রেজিষ্টার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট সকাল প্রায় পৌনে ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো: নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাত আরও এক পর্যটক লেমন গার্ডেন রিসোর্টে থাকার জন্য উঠেন। পরবর্তিতে ২৭ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল রিসোর্ট স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট কক্ষে চেকিংয়ের জন্য গেলে ওই কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। রিসোর্টের মাষ্টার চাবি দিয়ে কক্ষ খুলে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তবে ওই কক্ষে থাকা অপর দুই পর্যটক আগেই পালিয়ে গেছেন বলে জানা গেছে।

(একে/এএস/আগস্ট ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test