E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মৎস খামার দখল চেষ্টা হামলা ভাংচুরের অভিযোগ

২০২৩ আগস্ট ২৯ ১৩:৩৯:০২
সুবর্ণচরে মৎস খামার দখল চেষ্টা হামলা ভাংচুরের অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে মাষ্টার ফিশারিজে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারিরা ৪ শ মিটার তার কাঁটার বেড়া নিয়ে যান বলে জানান।

ঘটনাটি ঘটে ২৮ আগস্ট (সোমবার) বেলা ১১ টায় চর জুবিলী ইউনিয়নের মধ্যম বাগ্গ্যা গ্রামে।

মাষ্টার ফিশারিজ ইউনিটের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, গতকাল পার্শ্ববর্তি রামগতি উপজেলার চর আফজাল গ্রামের মৃত আমিন উল্যাহর পুত্র রুবেল ভূঁইয়া (৪০) এবং একই গ্রামের মৃত সিদ্দীক মিয়ার পুত্র আমির হোসেন (৪০) নেতৃত্বে ১০/১৫ জনের একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র শাবল, লাঠি সোটা নিয়ে আমাদের মুরগীর খামার দখল করতে আসে আমরা বাঁধা দিলে তারা আমাদেরকে হুমকি ধমকি দেয়, পরে তারা মুরগীর খামার ভেঙ্গে নিরাপত্তার জন্য চারপাশের লাগানো তার কাঁটার বেষ্টনি নিয়ে যায় এবং কিছু খালে রেখে চলে যায়। হামলার ঘটনায় আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘটনার ভিডিও করে রেখেছি, আমরা অভিযুক্তদের উপযুক্ত বিচার চাই।

মাষ্টার ফিশারিজের মালিক কবির হোসেন বলেন, ২০১২ সালে আমরা জায়গাটি ক্রয় করি একটি মহল ভূয়া কাগজপত্র সৃজন করে তাদের জায়গা দাবী করে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে।
আমরা প্রশাসনের কাছে এমন ন্যাক্কার জনক ঘটনার বিচার চাই।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলম এবং সাবেক ইউপি সদস্য সিদ্দীক উল্যাহ বলেন, এ জায়গার মালিক কবির হোসেন, গতকাল একদল লোক প্রজেক্ট দখল করতে আসে, এসময় তারা মুরগী খামার ভাংচুর করে, কিছু তার কাঁটার বেড়া নিয়ে যায়, পরে এলাকাবাসী বাঁধা দিলে তারা চলে যায়।।

অভিযুক্ত রুবেল ভূঁইয়া মুঠোফোনে বলেন, জায়গাটি আমার , আমি আমার জায়গা দেখতে গেছি, আমার সাথে আরো কয়েকজন ছিলো শাবল নিয়েছি চারপাশে বেষ্টুনি দেয়ার জন্য কেউ যদি ভিডিও করে রাখে এতে আমার কিছু করার নেই। জায়গার মালিক আমরা আমাদের কাগজপত্র আছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস বলেন, এমন ঘটনায় কেউ অভিযোগ করেনি , লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(আইইউএস/এএস/আগস্ট ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test