E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের জানাজায় মানুষের ঢল

২০২৩ আগস্ট ২৯ ১৭:১৮:২৭
সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের জানাজায় মানুষের ঢল

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের জানাজা গতকাল সোমবার বাদ আসর নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে স্মরণকালের উপচে পড়া মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। 

ময়মনসিংহের আওয়ামী রাজনীতির কিংবদন্তি সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

গত রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পরিবারের পক্ষ থেকে রাত পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত হয়।

তাঁর অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কথা শুনে রাত ১১টা থেকেই উপচে পড়া ভিড় বাড়তে থাকে।

পরে সোমরার বাদ আসর আঞ্জুমান ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও দলীয় নেতাকর্মীগণ শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলার প্রশাসনিক কর্মকর্তা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, একাধিক মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, সংস্কৃতি ব্যাক্তিবর্গসহ বিভিন্ন জেলা, উপজেলা নেতাকর্মীসহ শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে অধ্যক্ষ মতিউর রহমানের জীবনাদর্শের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় আকুয়া মোড়ল বাড়ি মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ৩০ আগস্ট বিকাল ৩টায় টাউন হল মাঠে অধ্যক্ষ মতিউর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হবে।

(এনআরকে/এসপি/আগস্ট ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test