E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে ৩ দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পাপন এমপি

২০২৩ আগস্ট ৩০ ১৬:২৪:৪৭
ভৈরবে ৩ দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পাপন এমপি

ভৈরব প্রতিনিধি : ধারাবাহিকভাবে কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্মাণ শেষে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তিনি ২৯ আগস্ট (মঙ্গলবার) উপজেলার সাদেকপুর উচ্চ বিদ্যালয়ের ৩তলা ভবন, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ৪ ভবন উদ্বোধন করেন। 

এছাড়া উপজেলার সাদেকপুর ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে তিনি জনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেন। এ সময় তার সাথে ছিলেন সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রদ্বীপ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হাজী জাকির হোসেন কাজল, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু ও সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

দিনব্যাপী পথসভা ও মতবিনিময় সভায় আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, আমি ওয়ার্ডে ওয়ার্ডে আসার প্রধান কারণ হলো সাধারণ মানুষের সাথে মিশে তাদের সুখ-দুঃখের কথা শোনা। প্রথমে ভেবেছিলাম ভৈরবে আমার উন্নয়ন কাজ শেষ হয়ে গেছে। ভৈরবে বিসিক শিল্পনগরী, কালী নদী ব্রীজ, বিদ্যুৎ প্ল্যান্ট, শহর রক্ষাবাধসহ কাজের চাহিদা ছিল আমার কাছে। সবগুলো কাজ শেষ হয়েছে। আজ আমি ওয়ার্ডে ওয়ার্ডে না গেলে বুঝতাম এলাকাবাসীর আরো চাওয়া-পাওয়া রয়েছে। আমি নির্বাচনের আগে যেসব কাজগুলো করা সম্ভব ওইসব কাজগুলো দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে করার চেষ্টা করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হতে পারলে ও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভৈরবের কোন চাওয়া পাওয়া বাকী রাখবো না। আমার আব্বা যেমন মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। আমি আব্বা আম্মার স্বপ্ন মানুষের সেবা করার সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
সাদেকপুর ইউনিয়নবাসীর দাবী পল্লী বিদ্যুৎকে পিডিবিতে রূপান্তর করা, সাদেকপুর-রসুলপুর মেঘনার নদীর পাশ দিয়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই দাবী পূরণ করে দিব।

দ্বিতীয় দিনের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শম্ভুপুর নেছারিয়া মাদ্রাসার ৪র্থ তলা ভবন, জামালপুর টেকনিক্যাল ১তলা স্কুল ভবন, শম্ভুপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৫ম তলা ভবন, শম্ভুপুর আদর্শ মাদ্রাসা ১তলা ভবন উদ্বোধন করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগদান করেন আরহাজ্ব নাজমুল হাসান পাপন।

প্রথমদিন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের ৩য় তলা ভবন, কালিকাপ্রসাদ হাইস্কুল ৪তলা ভবন উদ্বোধন, কালিকাপ্রসাদ দুঃস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন ভবন উদ্বোধন করেন আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

(এমএ/এসপি/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test