E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরের ভাসানচর ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২৩ আগস্ট ৩০ ১৯:৪৮:৫৬
ফরিদপুরের ভাসানচর ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : বুধবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আমিরাবাদ চৌরাস্তা মোড়ে সংগঠনের সভাপতি  মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  শাহ আলম ব্যাপারীর সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফকির আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক গাজী মো. করিম, আবু আলম রেজা, এবং ব্যারিস্টার মো. রিপন শিকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম, সাধারণ সম্পাদক মো. লিটন খান সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরুল্লাহ সাহেব ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী এবং আপোষহীন ভূমিকার কথা উল্লেখ করেন। ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যাকারীদের ঘৃণ্য চক্রান্তের কথা উল্লেখ করে বলেন যে, ৭৫ এর সেই শত্রুরা আবারো বাংলাদেশের মানুষের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তাই সকল অপশক্তিকে রুখে দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে জঙ্গি, সন্ত্রাস ও দেশ বিরোধী শক্তি নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

(ডিসি/এএস/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test