E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রত্যাশা পূরণ হলো বালিগাওয়ের জনগণের

২০২৩ আগস্ট ৩০ ১৯:৫৬:৪৩
প্রত্যাশা পূরণ হলো বালিগাওয়ের জনগণের

নবারুণ দাশগুপ্ত, মুন্সিগঞ্জ : অবশেষে বহু দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে বালিগাওবাসীর। জেলার বৃহত্তম বালিগাও বাজারে মেইল রাস্তার ঢালাইয়ের কাজ বহুদিন পরে হলেও শুরু হয়েছে। পূর্ব বালিগাও পাঠান বাড়ি হতে ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত রাস্তাটি রড দিয়ে ঢালাই হওয়াতে কমবে যানজট তার সাথে কাদা ও ধুলার চাপ।

এ বাজারে ফার্নিচার কারখানা ফার্নিচার তৈরী হয়ে যাচ্ছে দেশের বাহিরে। তিন থানার মোহনায় এ বাজারে প্রচুর ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে। বাজারের সেক্রেটারী আলমগীর মোল্লা জানান ইতিমধ্যে বাজারের ড্রেন তৈরী হয়েছে। সামনে বাজারের ভিতরের রাস্তাগুলো পাকা করার চিন্তা রয়েছে। এরআগে ভয়াবহ ডাকাতি সংগঠিত হয়েছে এবং বড় বাজার হওয়ার কারণে চুরি হয়ে তাই সিসি ক্যামেরা বসানো এবং প্রচুর বাতির ব্যাবস্থা করা হবে।

বালিগাও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. দুলাল বাজারের সভাপতি তিনি বলেন রাস্তা ঢালাই হবার পর বাজারের রূপ পরিবর্তনসহ ব্যবসায়ীদের নিরাপত্তার কাজ করা হবে।

(এনডি/এএস/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test