E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেতন নিয়ে ঘরে পোশাক শ্রমিকরা

২০২৩ আগস্ট ৩১ ২০:১৩:০২
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেতন নিয়ে ঘরে পোশাক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শ্রমিকরা বেতন নিয়ে ঘরে ফিরলেন।

গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড নামক গার্মেন্টসের শ্রমিকরা কয়েক মাসের বেতন ও গত ঈদের বুনাস না পেয়ে মানবেতর জীবন-যাপন করছিল। উপায় না পেয়ে বেতন বোনাস পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করে এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোন সুরাহা পাচ্ছিল না।

জাতীয় শ্রমিক লীগের গাজীপুর মহানগরের নেতা কবির মন্ডল জানান, গাজীপুরে শ্রমিকরা বেতন বুনাস না পেয়ে শ্রমিক বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষোভের বিষয়টি শ্রমিক নেত্রী শামসুন নাহার নাহার ভুঁইয়া এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে আনলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে শ্রমিকদের মজুরি বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকার স্টাইল ক্রাফট গার্মেন্টস কারখানার শ্রমিকরা গত জুন জুলাই মাসের বকেয়া বেতনের পরিশোধে ব্যবস্থা গ্মরহণের নির্দেশনা পেয়ে শ্রম মন্ত্রণালয় , বিজিএমইএ, স্থানীয় ডাইফ কর্মকর্তা, গাজীপুরে গার্মেন্টস নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্য শামসুন নাহার এমপি'র উপস্থিতিতে গত ২৮ আগষ্ট মন্ত্রণালয়ে ত্রি-পাক্ষিক সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল ৩০ আগস্ট স্থানীয় নেতৃবৃন্দ, ডাইফ কর্মকর্তা, শামসুন নাহার এমপি (সংরক্ষিত) কারখানায় উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে রাত ২টায় শ্রমিক নেতৃবৃন্দের সহযোগিতায় এক মাসের মজুরি পরিশোধ করেন।

এ ঘটনায় শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রমিক নেত্রী শামসুন নাহার ভূঁইয়া এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে দোয়া করেন।

(এসআর/এএস/আগস্ট ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test