E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অটোভ্যান ও ইজিবাইক চালকদের কাজী জাফর উল্লাহর অর্থ সহায়তা

২০২৩ আগস্ট ৩১ ২০:৩৫:৪৫
অটোভ্যান ও ইজিবাইক চালকদের কাজী জাফর উল্লাহর অর্থ সহায়তা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ভাংগা উপজেলায় অটোভ্যান ও ইজিবাইক চালকদের পাশে দাঁড়ালেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় ভাংগা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ৭০০ অটোভ্যান ও ইজিবাইক চালকদের সাথে কুশল বিনিময় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

এসময় কাজী জাফর উল্লাহ অটোভ্যান ও ইজিবাইক চালকদের কথা শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে চালকদের প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

ভাংগা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের আকরামুজ্জামান রাজার সঞ্চালনায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম আব্দুর রশীদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৬০০ চালকদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া বুধবার রাতে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাক্ষ্মনকান্দা এ এস একাডেমী প্রাঙ্গণে মানিকদহ ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১৩০০ অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে তিনি কুশল বিনিময় ও তাদের হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ফরিদপুর-৪ আসনের ৩টি উপজেলায় (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) ২৬টি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(পিবি/এএস/আগস্ট ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test