E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যা

১১ বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০২৩ সেপ্টেম্বর ০১ ১৮:০২:৩৬
১১ বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-১০ র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ওই দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে মনিরুজ্জামান শেখ ওরফে মনির (২৮) ও একই উপজেলার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে ছাত্তার মোল্যা (২৫)।

সংবাদ সম্মেলনে র‍্যাবের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেফতার মনিরুজ্জামান শেখ মলয় বোস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ছাত্তার মোল্যা একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর তাদের গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাবের এ কোম্পানি অধিনায়ক বলেন, গ্রেফতার মনির ও সত্তার মলয় বোস হত্যাকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। তাদের আইনের আওতায় আনতে র‍্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) কাজ শুরু করে ও দীর্ঘ প্রায় এক যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের সালথার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে এ ঘটনায় মলয় বোসের স্ত্রী ববিতা বোস বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৯, তারিখ-৯/২/২০১২। অতঃপর এ মামলায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test