E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

২০২৩ সেপ্টেম্বর ০২ ১৭:১২:১৯
ময়মনসিংহে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ) মনিরুজ্জমান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর সকালে কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী সাকিনস্থ ময়লাকান্দা নামকস্থানে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ গামী পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে চোরাই পথে আমদানীকৃত ভারতীয় চিনি শুল্ক/কর ফাঁকি দিয়ে দেশীয় বস্তার মোড়গ ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় চোরাচালান কারবারি আসামী মোঃ উজ্জল (৪০) ও আবুল কালাম (৪৪) কে চিনি বহনকারী একটি ট্রাক গাড়ী সহ আটক করা হয়। পরবর্তীতে উক্ত ট্রাকের ভিতর হইতে আসামীদের দেখানো মতে ৪০০ বস্তা ভারতীয় চিনি, যার মোট ওজন ২০ হাজার কেজি। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলহাজতে প্রেরন করেন।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test