E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

২০২৩ সেপ্টেম্বর ০২ ১৮:০২:২৫
নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র’ নামে নতুন একটি আবৃত্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা মরহুম সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে প্রাণবন্ত এক অনুষ্ঠানে নতুন এ সংগঠনের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাচিকশিল্পী মো. মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শুভেন্দু চক্রবর্ত্তী শুভ এতে স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষক ও বাচিকশিল্পী স্বরূপ সাহার সঞ্চালনায় মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, লেখক, নাট্যকার কামরুল হুদা পথিক, সিপিবি নেতা মো. ইসহাক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, বাচিকশিল্পী মাসুদ রানা প্রমুখ।

পরে স্থানীয় বাচিক শিল্পীদের মনোমুগ্ধকর কবিতা পাঠসহ 'মানুষ মহীয়ান’ শীর্ষক এক মনোজ্ঞ বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের বাচিক শিল্পীবৃন্দ।

আবৃত্তিতে অংশ নেন স্থানীয় ইভা আহমেদ, ফারিহা আহমেদ, শাহাব উদ্দিন, মৌমিতা দেবনাথ, আব্দুর রাহিম, দেবলিনা স্নেহা, সূর্য দেবনাথ, নওসিন রামিছা, আদিল, নূরে নুজাত মৌমি এবং তিতাস আবৃত্তি সংগঠনের রেজা এ রাব্বি, ফারদিয়া আশরাফী নাওমি, ফাহিমা ইসলাম, বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির প্রাক্তন অর্থ সম্পাদক ও মাইলস্টোন কলেজের শিক্ষক জালাল হোসাইন শাফিন, সোনালী সকাল আবৃত্তি সংগঠনের পরিচালক বিশিষ্ট বাচিকশিল্পী ফাহিম মুনতাসির।

সঙ্গীতশিল্পী অজয় মুখার্জির নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নবগঠিত নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

(জিডি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test