E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আটক ২, থানায় মামলা

মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২০ 

২০২৩ সেপ্টেম্বর ০২ ১৯:১৩:৫৭
মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২০ 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম  প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহম্মদপুর থানা পুলিশের একটি ভ্যান ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। 

জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর আলী মৃধা, দলের সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার , উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর নেতৃত্বে কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয় । মিছিলটি উপজেলা সদরে গেলে পুলিশ বাধা দেয়।

বিএনপির নেতা কর্মী ও পুলিশ মধ্যে এ নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। পরে বিএনপি নেতা কর্মী ও পুলিশ উভয়ের মধ্যে উত্তেজনার চলতে থাকে। এমনকি ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশসহ উভয় কমপক্ষে ২০ জন আহত হয়।

থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, এস আই তারেক এএস আই ফারুক, এএস আই আজিবর, কনস্টেবল হাফিজুর রহমান, সুজায়েতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

বিএনপি'র আহত নেতাকর্মীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন, তারিখ শিকদার, রতন মন্ডল, নাবিদুলসহ অন্যরা।

ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ বিএনপির ২ জন কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে মিছিল কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের একটি ভ্যান একটি মোটরসাইকেল ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদের ৩টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার , সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর প্রমূখ।

প্রতিবাদ মিছিল চলাকালীন সময়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থকরা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী হ্যান্ড মাইক নিয়ে মহম্মদপুর সদর বাজারে নিজে মাইকিং করেন সবাইকে শান্ত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ অফিসার সহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়। পুশিশ বিস্ফোরিত ৩টি ককটেল এর অংশ বিশেষ উদ্ধার করেছে। এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৩ক/ ৫/৬ ধারায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে। মামালা নং-২ তারিখ ২/৯/২০২৩ ইং।

উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর মৃধা জানিয়েছেন,পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেল এর আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test