E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০দিনেও উদ্ধার হয়নি নওগাঁর রত্না রানী

২০১৪ এপ্রিল ৩০ ১৮:৩৮:৪২
২০দিনেও উদ্ধার হয়নি নওগাঁর রত্না রানী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার সংখ্যালঘু পরিবারের অপহৃত গৃহবধূ রত্না রানী সরকার (১৯) কে দীর্ঘ ২০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণকারী আব্দুল খালেক প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকেও গ্রেফতার করেনি। ফলে সংখ্যালঘু মহল্লায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে গৃহবধূ রত্নাকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। এ ঘটনায় শনিবার মূল অপহরণকারী আব্দুল খালেক (৩০), সহযোগী এনামুল হক (৩৫), ময়নুল (৩২), নুর ইসলাম (৩০) ও আকুল (৩৫)কে আসামী করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ এনামুল হক নামে এক আসামীকে গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে ভিকটিম উদ্ধার বা মূল আসামীকে গ্রেফতারে আগ্রহ দেখাচ্ছে না বলেও বাদীপক্ষ অভিযোগ করেছেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, উপজেলার আমগ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে আব্দুল খালেক পার্শ্ববতী হরিপুর গ্রামের একটি পুকুরে মাছ চাষ করে। পুকুর সংলগ্ন বাড়ির গৃহবধূকে দীর্ঘদিন ধরে অশ্লীল অঙ্গভঙ্গি ও কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি অভিভাবকমহলকে জানিয়েও কোন ফল হয়নি। গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় স্বামীর অনুপস্থিতির সুযোগে আব্দুল খালেক ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল খালেকসহ তার সহযোগী কয়াপাড়ার মৃত জাফের আলী মণ্ডলের ছেলে এনামুল হক, আবাদপুকুর উত্তর পাড়ের কাশেম আলীর ছেলে ময়নুল, আমগ্রামের মৃত অছমার ছেলে নুর ইসলাম ও করজগ্রামের মৃত মজিবরের ছেলে আকুলকে আসামী করে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ভিকটিমের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে ভিকটিমকে উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।
(বিএ/এএস/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test