E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৯:৩০:৩৮
সুবর্ণচরে মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার : নিউ সুবর্ণ রসমালাই,  মিষ্টি,  ঘি, দধি সারাদেশে বাজারজাত করার লক্ষে সুবর্ণচরের সুনামধন্য প্রতিষ্ঠান মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

৩ আগস্ট রবিবার বেলা ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা বাজারে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়।

মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্র এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন সিডিএসপির লাইভস্টক কর্মকর্তা ডাক্তার মনির আহমেদ, সিডিএসপির জেন্ডার এবং নেউট্রেশান স্পেশালিস্ট কর্মকর্তা ডাক্তার জান্নানাতুন নাঈম, সিডিএসপির এরিয়া প্রজেক্ট কো অর্ডিনেটর মিজানুর রহমানসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্রেরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিজাম উদ্দিন, প্রবাসে ভালো কিছু করতে না পেরে দেশে ফিরে তিনি মাত্র ৫ হাজার টাকায় একটি বকনা বাচুর কিনে আজ ২৬ লক্ষ টাকার লাভবান হয়েছেন তিনি। বর্তমানে তিনি একজন সফল উদ্যােক্তা, তিনি নিউ সুবর্ণ রসমালাই, মিষ্টি, ঘি তৈরী করছেন তা শতভাগ স্বাস্থ্য সম্মত, মানসম্মত এবং সুস্বাদু। দির্ঘদিনের পরিশ্রমে তিনি আজ অনেকটাই সফল উদ্যােক্তা তিনি তার এ ব্যবসাকে সারা দেশব্যাপি ছড়াতে যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই।

পরে অথিতিরা ফিতা কেটে মোহাম্মদপুর দুগ্ধপণ্য বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন এবং ক্রেতা এবং যে কোন প্রতিষ্ঠান তার তৈরী মিষ্টি রসমালাই ঘি সূলভমূল্য কিনতে অনুরোধ জানান।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test