E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুটবল খেলায় হামলা, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৬:২৯:৫৬
ফুটবল খেলায় হামলা, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল ফুটবল খেলা চলাকালে বহিরাগতদের হামলায় ৫ শিক্ষার্থী আহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা।এতে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থী আহতের ঘটনায় বিচারের দাবিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন জানান, মেলান্দহের উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ফুটবল টুনার্মেন্টে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এমএ গফুর উচ্চ বিদ্যালয় বনাম সাধুপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে দু'দলের মধ্যে গোলশূন্য ড্র হয়। ট্রাইবেকারের সময় সাধুপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবলার শট দিলে এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের গোলকিপারের হাত থেকে বল ফসকে দর্শকের গায়ে লাগে। এ নিয়ে একদল উত্তেজিত দর্শক এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম ও দর্শকের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৬ জন আহত হয়। গুরুতর আহত এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী জহুরুল ইসলামকে জামালপুর জেনারেল হাসপাতাল এবং জাকির হোসেন ও রোকন হাসানকে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, হামলার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাস্তায় নামে এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, অগ্নিসংযোগ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা ও মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে আন্দোলনরত ছাত্রছাত্রীরা দুপুর থেকে অবরোধ তুলে নেয়।

অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় সড়ক অবরোধ করে। ইউএনও স্যার এবং আমি ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test