E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারাকান্দা উপজেলার ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে গণস্বাক্ষর জমা দিয়েছেন এলাকাবাসী

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৯:১০:৫৭
তারাকান্দা উপজেলার ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে গণস্বাক্ষর জমা দিয়েছেন এলাকাবাসী

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিং জেলা প্রশাসক এর কাছে : ময়মনসিংহ জেলার এল.এ মামলা নং ০১/২০২৩-২০২৪ এর আওতায় অধিগ্রহণাধীন ১৬.৫০ একর ভূমির মধ্যে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী মৌজার ৭.৯৯ একর ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে গণস্বাক্ষর জমা দিয়েছেন অত্র মৌজার লোকজন।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তির গণস্বাক্ষর সহ কাগজপত্র গ্রহণ করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান।

এ সময় এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট লিটন দাস, তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘিবাসী, রিজবুল বাহার খান বাচ্চু, (দৃষ্টি প্রতিবন্ধী) এম এ জামান, হিবরুল নাহার খান, মিরাস উদ্দিন সুমন ,আরিফুল আজাদ বাপ্পি, নূর হোসেন স প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমি অধিগ্রহণে আপত্তি জানিয়ে গণস্বাক্ষরে উল্লেখ্য করা হয় আমরা নিম্ন স্বাক্ষরকারী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নিরীহ ও শান্তি প্রিয় বাসিন্দা, অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দাখিলে উল্লেখ্য করা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় স্বপ্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক প্লট উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এ মামলা নং ১/২০২৩-২৪ এর আওতায় ৪(১) ধারার নোটিশ পাই । অতঃপর আমরা জানতে পারি উক্ত প্রকল্পের জন্য ৩৪টি মৌজায় সর্বমোট ১৬.৫০ একর ভূমি অধিগ্রহণাধীন রয়েছে । তন্মধ্যে পশ্চিম ভালদিঘী মৌজার ৭০৬, ৭০, ৭০, ৭০, ৭০, ৭১, ৭১২ ৭১৩, ৭১৪, ৭১৫, ৭১৬, ৭১৭, ৭১৮, ৭১৯, ৭২০, 921, 722, ৭২৬, ৭২৪, ৭২৫, ৭২৬, ৭৩০, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪৪, ৭৪৯ এবং ৭৫১ নং বিআরএস দাগে ৭.৯৯ একর ভূমি অধিগ্রহণের আওতায় রয়েছে।

আমরা নিম্ন স্বাক্ষরকারী অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী মৌজার উক্ত দাগের ভূমি থেকে ইতোপূর্বে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারাকান্দা উপজেলা পরিষদের জায়গা অধিগ্রহণ করা হয়। যা আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ কিংবা আমাদেরই পূর্বপুরুষগণ সরকারের পূর্বের উন্নয়নমূলক কর্মকান্ডকে অব্যাহত রাখার জন্য ভূমিকা রেখেছিলাম , কিন্তু তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারাকান্দা উপজেলা পরিষদের পার্শ্ববর্তী যে জায়গাটুকুতে আমরা আমাদের জীবনের সমস্ত অর্জনের ফসল হিসেবে প্রাপ্ত জায়গাটিতে বাসস্থান নির্মাণ করে জীবনের ঠিকানা করতে চেয়েছিলাম কিংবা অনেকেই বাসস্থান নির্মাণ করছি ঠিক সে মূহুর্তেই আমরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক প্লট উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এলএ মামলা নং ০১/২০২৩-২৪ এর আওতায় ৪(১) ধারার নোটিশ পাই।

আমরা নিম্নস্বাক্ষরকারীগণ সমষ্টিগত ও ঐক্যবদ্ধ হয়ে আপনার সাহায্য প্রার্থনা করছি যে, পশ্চিম তালদিঘী মৌজার ৭৯৯ একর ভূমি বাদ দিয়ে কিংবা বিকল্প কোন স্থানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। কেননা আমরা নিঃস্বাক্ষরকারীগণের তারাকান্দা পৌরসভার ভিতরে এটিই একমাত্র আমাদের আবাসনের একমাত্র নির্ধারিত জায়গা। যা বহুদিনের স্বপ্নে লালিত। আশা করি আমাদের স্বপ্নের নীড়ে আপনি সহায়ক ভূমিকা রাখবেন, এই জেলায় অভিভাবক হিসেবে উল্লেখিত বিষয় সমূহ বিবেচনা করে পশ্চিম তালদিঘী মৌজার বর্ণিত দাগের ৭. ৯৯.একর ভূমি বাদ দিয়ে কিংবা বিকল্প কোন স্থানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test