E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জাহিদুল হক পল্লব

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৯:২৯:৫৩
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জাহিদুল হক পল্লব

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো.জাহিদুল হক পল্লব এবার (গতকাল ৪ সেপ্টেম্বর) বোয়ালমারী উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। 

প্রকাশ থাকে যে, প্রতিবারের মত এবারও উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিদের মধ্য থেকে উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখায় ২০২৩ সালের জন্যে জাহিদুল পল্লবকে বোয়ালমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।

জাহিদুল পল্লব বোয়ালমারী উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বোয়ালমারী জর্জ একাডেমি সহ বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব মরহুম জহুরুল হক নাগর মিয়ার সন্তান।

জনাব মো. জাহিদুল হক পল্লব ১৯৯১ সালে ঐতিহ্যবাহী বোয়ালমারী জর্জ একাডেমি থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৩ সালে বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ এস,সি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং ১৯৯৭ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

জাহিদুল পল্লব বোয়ালমারী উপজেলার সেরা দানবীর ছব্দু মিয়ার বড় ভাই দানবীর গণি মিয়ার উত্তর পুরুষ। যাদের দান করা সম্পদের উপর গড়ে উঠেছে ঐতিহ্যবাহী বোয়ালমারী জর্জ একাডেমি, বোয়ালমারী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, জর্জ একাডেমির খেলার মাঠ, গোহাটা সহ বোয়ালমারীর মূল মূল সেবা প্রতিষ্ঠান সমূহ।

জাহিদুল পল্লব নিজেও একজন দানশীল ব্যক্তিত্ব। বৈশ্বিক মহামারি করোনায় তিনি শত শত করোনাক্রান্ত পরিবারের অসহায় মানুষের পাশে দাড়িয়েছিলেন। তাঁর নীরব দানে নিয়মিত উপকৃত তাঁর চারপাশের অসহায় পরিবারের মানুষেরা। তাঁর অর্জনের মালায় নতুন পালক সংযোজিত হওয়ায় তাঁর বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test