E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরবে-নিভৃতে চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী এবাদূর রহমান চৌধুরী

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৯:২৯:৫২
নিরবে-নিভৃতে চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী এবাদূর রহমান চৌধুরী

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এবাদূর রহমান চৌধুরী (৮৫) আর নেই। 

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে অধিকারী ও বড়লেখা-জুড়ী আসনের সাবেক এই সংসদ সদস্য বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহি ইন্নাইলাহি রাজিউন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন যাবত দলীয় কর্মকা- থেকে অনেকটা দূরে রয়েছেন। অসুস্থতার কারণে বেশ লম্বা সময়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার বাদ মাগরিব ঢাকায় প্রথমদফা জানাযা শেষে মরদেহ নিয়ে আসা হবে মৌলভীবাজারে। এর পর আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয়দফা মৌলভীবাজার শহর ও সবশেষ বড়লেখায় তৃতীয়দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর জন্ম মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। পেশায় সুপ্রিম কোর্টের আইননজীবি। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে রাজনীতিতে সক্রিয় হন। ইউনাইটেড পিপলস পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করলে এডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ ইউপিপির সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। ১৯৮৮ ও ৯১ সালে মৌলভীবাজার-১ (বড়লেখা আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি হুসেইন মুহম্মদ এরশাদ জেলা পরিষদ গঠন করলে এডভোকেট এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মনোনীত হন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে জেলা বারের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০০১ সালে তিনি ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি সেসময়ের চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হলে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনোনীত হন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test