E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ আর নেই

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৭:২৭:৩৯
ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ আর নেই

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, মরমী কবি পাগলাকানাই একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত ২২ আগস্ট থেকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন।

অ্যাডভোকেট আব্দুর রশীদ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মৃত আহম্মদ আলী বিশ্বাস। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন, উপজেলা পরিষদ, জেলা জাসদের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

অ্যাডভোকেট আব্দুর রশিদ সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, বাড়িবাথান দাখিল মাদরাসা, জিয়ানগর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন।

তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আব্দুর রশিদ কখনওই আওয়ামী লীগের বাইরে কোন কিছুই ভাবেনি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দলের যেকোনো সংকটে সবসময় অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছে। তার মৃত্যু ঝিনাইদহ আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি যা কখনো পূরণ হবার নয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test