E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঋণের চাপে চিরকুট লিখে চা দোকানির আত্মহত্যা

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৮:২৫:১১
ঋণের চাপে চিরকুট লিখে চা দোকানির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ঋণের চাপে সিরাজুল ইসলাম সুরুজ(৫৫) নামের এক চা দোকানি আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে তার নিজ বাড়ির আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহনন করেন। সিরাজুল ইসলাম সুরুজ ওই গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, সিরাজুল ইসলাম সুরুজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন। কয়েকবছর আগে দেশে ফিরে হলিধানী এলাকায় একটি চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে তার দুই ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন।

এদিকে মৃত সিরাজুল ইসলাম সুরুজের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে 'সুধখোরদের অত্যাচারে বাঁচতে পারলাম না, আমার জায়গা-জমি বাড়ি সব বিক্রি করে দিয়েছি। একেক জনের কাছ থেকে যে টাকা নেওয়া তার সাত আট দশগুণ পরিমাণ টাকা দিয়েও রেহাই দিলো না তারা। কেউ কেস করেছে কেউ কেউ অপমান অপদস্ত করেছে আমি আর সহ্য করতে পারছিনা তাই বিদায় নিলাম। আমার জানাযা হবে কিনা জানিনা। যদি হয় তখন সব সুদখোররা টাকা চাইতে এলে আমার শরীরটাকে কেটে ওদেরকে দিয়ে দিবেন। এই সুদখোরদের বিচার আল্লাহ করবে। সুদখোরদের নাম বললাম না কিন্তু তারা সবাই টাকার জন্য আসবে। তখন বুঝতে পারবেন তারা কারা আমি ক্ষমার অযোগ্য তবু ক্ষমা করে দিবেন।'

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,ঘটনাটি অত্যন্ত পরিতাপের। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test