E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশ সিঙ্গাপুরের মতো হবে'

২০২৩ সেপ্টেম্বর ০৯ ২০:০১:৪১
'শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশ সিঙ্গাপুরের মতো হবে'

রাজন্য রুহানি, জামালপুর : 'জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশ সিঙ্গাপুর-মালেশিয়ার মতো হবে। তিনি ১৫ বছরে দেশটাকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে গেছেন।'

জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে নৌকা প্রতীকে মনোনয়নের দাবিতে অনুষ্ঠিত এক জনসভায় তেজগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুর রশীদ এসব কথা বলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা কলেজ মাঠে
বিএনপির-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সরকারের বহুমুখী উন্নয়ন প্রচারের লক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হয়। ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ জনসভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশে এত উন্নয়ন হয়েছে যে, আব্দুল্লাহপুর হতে ফার্মগেট যেতে এখন ১০ মিনিট সময় লাগে। এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেলসহ এতসব উন্নয়ন একমাত্র শেখ হাসিনা করেছেন। পাকিস্তান-ভারত এখন বাংলাদেশের উদাহরণ দেয়।'

তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. সরোয়ার জাহানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. আবদুর রশীদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একেএম গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা বাবুল আনসারী, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল প্রমুখ। জনসভায় স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test