E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ১০০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল দোস্ত এইড

২০২৩ সেপ্টেম্বর ১০ ১৮:২১:১১
জামালপুরে ১০০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল দোস্ত এইড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ১'শ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর পৌরসভার বগাবাইদ উচ্চ বিদ্যালয় মাঠে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক জীবন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নাফিউল করিম প্রমুখ।

প্রধান অতিথি মির্জা আজম এমপি তাঁর বক্তব্যে বলেন, 'আওয়ামী লীগ সরকার যখন এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব প্রতিবন্ধীদের জন্য ভাতা চালু করেছেন।'

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'দোস্ত এইড একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এটি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণের জন্য কাজ করে'।

তিনি দোস্ত এইডের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার জন্য সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী, উপকারভোগীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দোয়া কামনা করেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test