E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়া'

২০২৩ সেপ্টেম্বর ১০ ২০:০১:৩৭
'বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন জিয়া'

রাজন্য রুহানি, জামালপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এমপি বলেছেন, 'বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়েছেন। তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছে তাদেরকে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে।'

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জামালপুর পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল 'অবিনশ্বর পিতা' উদ্বোধন, মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন ১৫ বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তা বাস্তবায়নের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকা প্রতীক যদি জয়যুক্ত না হয় তবে দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা আর থাকবে না।'

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার সুজায়াত আলী ফকির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল প্রমুখ।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test