E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবনিযুক্ত মেয়রের অভিষেক, মূল সড়ক বন্ধ, জনসাধারণের ভোগান্তির মাঝে চলছে অনুষ্ঠান

২০২৩ সেপ্টেম্বর ১১ ১৩:২১:৪৮
নবনিযুক্ত মেয়রের অভিষেক, মূল সড়ক বন্ধ, জনসাধারণের ভোগান্তির মাঝে চলছে অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে নবনিযুক্ত মেয়র জায়েদা খাতুনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে গাজীপুর চৌরাস্তার পুলিশ বক্সের সামনে থেকে পুলিশের ব্যবহৃত ক্রেন রাস্তার মাঝে রেখে মূল সড়ক বন্ধ করে প্রায় সাত কিলোমিটার ভিতরে বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই অভিষেক অনুষ্ঠান।

সোমবার (১১ সেপ্টেম্বর) নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের নেতৃত্বাধীন তৃতীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জায়েদার এ পরিষদ গঠিত হয়।

অনুষ্ঠান কে কেন্দ্র করে সোমবার সকাল ১১টা থেকে মূল সড়কটি বন্ধ রাখার কারনে ভোগান্তিতে পড়েছেন গাজীপুর শহরে আসা হাজার হাজার জনসাধারণ।

এদিকে শুধু মাএ কিছু সংখ্যক গাড়ি (টেম্পো, অটো) চলাচলে জনসাধারণকে গুনতে হচ্ছে তিন থেকে চারগুণ টাকা। সাধারনত গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি মোড় ১০টাকা ভাড়া হলেও এখন দিতে হচ্ছে ৩০ থেকে চল্লিশ টাকা।

এই একটি মাএ রাস্তা ব্যবহার করেই গাজীপুর আদালত, ডিসি অফিস, কৃষি গবেষণা, ধান গবেষণা, মেট্রোপলিটন সদর, থানা এবং রেল স্টেশনসহ অনান্য অফিসে যাতায়াত করতে হয়।

এব্যাপারে গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।

(এসআর/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test