E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নির্বাচিত

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৬:৩২:৫৫
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নির্বাচিত

গাজীপুর প্রতিনিধি : যোগ দাও যুক্তির মেলায়’—এই স্লোগানে গাজীপুরে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে।

গত বুধবার সকাল ১০টায় গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম।

শিক্ষক মফিজুল ইসলাম বলেন, অএ প্রতিষ্ঠানের এ অর্জন এই সাক্ষ্য বহন করে যে, সুস্থ ও মেধাবী মানুষ গড়তে পড়ালেখায় ভালো ফলাফলের পাশাপাশি বিদ্যালয়টি সহ-শিক্ষা কার্যক্রমে সেরা অবস্থানে রয়েছে। এ অভূতপূর্ব সাফল্য অর্জনে যিনি বিদ্যালয়ের সার্বিক বিষয়ে একান্ত নজরদারিতে রাখেন তিনি ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। তিনি গবেষণা কাজের পাশাপাশি ভবিষ্যৎ দক্ষ গবেষক গড়তে Qualityful এবং Sustainable শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি পদাধিকার বলে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেন।

মফিজুল ইসলাম আরো বলেন, গাজীপুরবাসী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় হিসেবে তাদের সন্তানদের অত্র বিদ্যালয়ে পড়াতে সর্বদা সচেষ্ট থাকেন।

বিতর্ক উৎসবে গাজীপুরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি বিদ্যালয় থেকে বিতার্কিক হিসেবে চারজন ও কুইজে ছয়জন করে অংশ নেয়। এখান থেকে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে।

বিতর্কে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো চান্দরা উচ্চবিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চবিদ্যালয়, কামারজুড়ি ইউসুফ আলী হাইস্কুল, রানী বিলাসমণি বালক উচ্চবিদ্যালয়, জহুরা সেন্ট্রাল স্কুল, গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট উচ্চবিদ্যালয়, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন প্রিন্টিং উচ্চবিদ্যালয়, গাজীপুর অধ্যাপক উচ্চবিদ্যালয়, চান্দনা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট মাধ্যমিক বিদ্যালয়।

(এসআর/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test