E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় হতদরিদ্রের চাল কালো বাজারে বিক্রি, পালিয়েছে ডিলার

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৮:৫৬:০৭
মুক্তাগাছায় হতদরিদ্রের চাল কালো বাজারে বিক্রি, পালিয়েছে ডিলার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ নং দাওগাও ইউনিয়ন এর হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চাল মধ্যরাতে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ফারুকের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে চাল আটক করতে পারলেও ডিলার পালিয়ে যায়।

জানা যায়, দাওগাও ইউনিয়নের হতদরিদ্রদের নামে বরাদ্ধকৃত চাউলের ডিলারের নাম নাজমুল হোসেন ফারুক। রবিবার মধ্যরাতে (১১ সেপ্টেম্বর) চাউল বিক্রীর সময় জনগন পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কে বিষয়টি অবহিত করে সাথে সাথে ঘটনাস্থলে এস আই আমিনুল ইসলাম কে পাঠানো হয়।

এস আই আমিনুল ইসলাম বলেন, আমি যথাসময়ে দাওগাও কাঠবওলা বাজারে অবস্থান করি, রাত ০১০০টার সময় স্হানীয় ইউ পি সদস্য ও এলাকাবাসীর সামনে তালা খোলা হলে, সেখানে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাউল পাওয়া যায়,উপস্থিত এলাকাবাসীর মধ্যে, ইয়াসিন, আজগর আলী, শাহীন, পারভেজ, জবেদ আলী, মোতালেব, হুমায়ুন সহ বেশ কয়েকজন বলেন, গত ১ লা সেপ্টেম্বর এখানে চাউল দেওয়া হয়েছে, এদের মধ্যে অনেককেই চাউল না দিয়ে ফেরত পাঠানো হয়েছে, বলা হয়্রছে চাউল শেষ। এবং সাথে সাথে এলাকাবাসী ডিলারের সকল অপকর্মের ফিরিস্তি দিতে থাকেন, এবং ডিলারের শক্ত বিচার দাবী করেন।

স্থানীয় চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা বলেন, ডিলার কখন চাউল দেয় না দেয় কাউকে জানায় না, আমি মনে করি আমাদেরকে অবহিত করে দিলে হয়তো খোজ খবর রাখতে পারবো। এই যে খাদ্যবান্ধব কর্মসাচীর ১৫ ( পনের) বস্থা চাউল পাওয়া গেছে, আমার দাবী এইব্যাপারে শক্ত শাস্তি হউক।

উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী বলেন, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা এব্যাপারে সিদ্ধান্ত দিবেন।

অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, রাতে ইউএনও সাহেবের আদেশে চাউল ১৫ বস্তা চাল জব্দ করে স্থানীয় মেম্বারের দায়িত্বে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, আমি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে বলেছি, তালিকা এবং রেজিস্ট্রার দেখে প্রতিবেদনে দেওয়ার জন্য, অনিয়ম পরিলক্ষিত হলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করবো, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

(এনআরকে/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test