E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সরকারি ওষুধসহ ৪ জনকে আটক

২০১৪ নভেম্বর ০৩ ১০:৪৮:৫৯
দিনাজপুরে সরকারি ওষুধসহ ৪ জনকে আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর উপশহরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সরকারি ওষুধসহ চারজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আল-আমিন ক্লিনিক ও দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে ‘মা ফার্মেসি’ তে রবিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে সরকারি ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুইহারী গোলাপবাগ এলাকার আফসার আলীর ছেলে ফার্মেসি মালিক জহুরুল ইসলাম (৩৮) উপশহরের ৭ নম্বর ব্লকের আমিনুল ইসলামের ছেলে কর্মচারী সবুজ (১৮) ও খলিলুর রহমানের ছেলে সিবলু (১৮) এবং সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মহসীন আলীর ছেলে সরকারি ওষুধ সরবরাহকারী সোহেল রানা (২০)।

কোতয়ালী থানার এসআই রেজাউল করিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওষুধ এনে ওই ফার্মেসি দুটিতে বিক্রি করা হচ্ছিল। এদের সঙ্গে হাসপাতাল দুটির স্টোরকিপারদের যোগসাজশ ছিল কিনা-তাও খতিয়ে দেখছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি আলতাফ হোসন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওস/এইচআর/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test