E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াতের উদ্দেশ্য পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া’

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৭:৪৪:৩৪
‘বিএনপি-জামায়াতের উদ্দেশ্য পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া’

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : নির্বাচন আসলেই বিএনপি জামায়াত মিথ্যাচার ও অপরাজনীতি করে। ঠিক এখন আবারো মিথ্যাচার শুরু করে দিয়েছে। করোনাকালে যাদের খুজে পাওয়া যায়নি তারা আবারো বের হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। গত সোমবার রাতে রানীসংকৈলের ধর্মগড় ইউনিয়নে আওয়ামী লীগের সদস্যা সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানে এ মন্তব্য করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও ২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম সুজন।

এ সময় কাউন্সিল বাজার দাখিল মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সদস্যা সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম এমপি’র বড় ছেলে ও বালিয়াডাঙ্গী সমির উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

বক্তিতা কালে তিনি বলেন, যমুনা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। যার ফলে রাজধানী ঢাকার সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয়েছে। আজকে আপনারা দেখেন যমুনা সেতুর পাশে আরেকটি রেল সেতু হচ্ছে। এখন আমরা খুব অল্প সময়ে ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারব।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে ঘরে ঘরে বিদুৎ পৌঁছে দিতে পেরেছি। শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শিক্ষকদের বেতন বাড়িয়ে উনাদের সম্মান বাড়ানো হয়েছে। এই এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন তৈরি করা হয়েছে। প্রতিটি উপজেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। প্রতি উপজেলায় মডেল মসজিদ হয়েছে। হরিপুর ও বালিয়াডাংগি উপজেলায় মডেল মসজিদ হয়েছে।

আমরা রংপুরকে বিভাগ হিসেবে পেয়েছি এই সরকারের কল্যাণে। ঠাকুরগাঁওয়ের মত জেলায় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এখানে বিশ্ববিদ্যালয় হবে। আজ আমরা দেখতে পাচ্ছি বর্ধিত কমিশনে বিশ্ববিদ্যালয়টি আনুমদন পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার অবিচল নেত্রত্বে আমরা এগিয়ে যাচ্ছি।

আমাদের গর্ব পদ্মা সেতু হয়েছে। যে সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এক সময়ের প্রধানমন্ত্রী খালেদাজিয়া বলেছিলে যে দেশের অর্থায়নে কোনদিন সম্ভব না। এই সেতু কেউ বানাতে পারবে না।

মির্জা ফখরুল আজ মিথ্যা ফখরুলে পরিনত হয়েছে। কখনো তিনি খালেদাজিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বানান। তিনি মুক্তিযুদ্ধের সময় ছিলেন ক্যন্টরমেন্টে। তার ছেলে তারেক জিয়া শিশু ছিলেন। যে শিশু মুক্তিযুদ্ধের সময় টিভি দেখতে ব্যস্ত ছিলেন। সে শিশুকে নিয়ে তিনি বলেন সে নাকি শিশু মুক্তিযোদ্ধা। এ ধরনের মিথ্যাচার গত ১৫ বছর ধরে চলছে।

এই এলাকায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ান এর বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, যে কিছু রাস্তা পাকা করা হয় নাই। তা আগামীতে শতভাগ করা হবে। উপস্থিত সবাইকে তিনি প্রশ্ন করেন এটা বাদে আর কোনো উন্নয়ান বাদ আছে? এ সময় সবাই চুপ থাকেন। তিনি বলেন, আমরা সব জায়গায় উন্নয়ন করেছি। কেউ বলতে পারবে না যে এই এলাকায় উন্নয়ন করা হয় নাই।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি আওয়ামী লীগ কর্মীদের অনুরোধ করেন যেন সাধারন মানুষের কাছে এই দেশের উন্নয়ন সকলের কাছে তুলে ধরে।

তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে গর্ব বোধ করি। এই দল করে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে ধন্য আমি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ মুক্তিযুদ্ধের পক্ষে আরেকটি হচ্ছে পাকিস্তানের পক্ষে। আমরা জানি জন নেত্রি শেখ হাসিনা কে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। সর্ব শেষ চেষ্টা করা হয়ে ২০০৪ সালের গ্রেনেড হামলা করে। কিন্তু আপনাদের দোয়ায় উনি সে দিন বেচে গিয়েছিল। এখনো কোটি কোটি টাকা খরচ করে আমাদের নেত্রিকে হত্যার চেষ্টা করা হয়।

তিনি আরো বলেন, আমনারা যতই আন্দলন করেন না কেন এই দেশে আর ততবাবধায়ক সরকার হবে না। আপনাদের বীষ দাত ও কালো হাত ভেংগে দেওয়া হবে।

এক জরিপে দেখা গেছে এই দেশে ৭০ ভাগ জনগন এই সরকারের আবারো ক্ষমতায় আনতে চায়।

আন্দোলনের চাম্পিয়ান হচ্ছে আওয়ামী, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।
এই নির্বাচন যে কোন মুল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যসি ক্ষমতায় না আসে তবে এই দেশ আরো পঞ্চাস পছর পিছিয়ে যাবে।

এসময় ধর্মগড় ইউনিয়ন আ'লীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হক, উপিজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, যুগ্ন সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ধর্মগড় ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ স্থানীয় আ'লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

(এআই/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test