E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার

২০২৩ সেপ্টেম্বর ১৯ ২১:০২:৪৭
লোহাগড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় স্বেছাসেবকলীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের  সাবেক ইউপি সদস্য লিপন হত্যাচেষ্টা মামলার আসামী যুবলীগ নেতা জিয়াউর রহমান শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন স্বেছাসেবক লীগের আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেখ লিপন হাসান ওরফে লিপনকে (৪৩) গত বছর ১১ ডিসেম্বর রাতে মঙ্গলহাটা গ্রামের প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা শিকদার সমর্থিত লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং লিপনের হাত কেটে বিচ্ছিন্ন করে।

এ ঘটনায় লিপনের ভাই শিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় ১৮ জনকে আসামী একটি মামলা দায়র করেন। মামলার এজাহারভূক্ত অন্যতম আসামী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান শিকদার ওরফ জিয়া শিকদার (৩৩) জামিন না নিয়ে পুলিশর ধরাছোঁয়ার বাইরে ছিল। দীর্ঘদিন পর গত সোমবার রাতে লোহাগড়া থানা পুলিশ জিয়া শিকদারকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মিজানুর রহমান জানান,লিপন হত্যা চেষ্টা মামলার এজাহারভূক্ত আসামী জিয়াউর রহমানকে গ্রেফতার করে মঙ্গলবার সকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test