E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারের শতবছরের বিদ্যালয়ে শতাব্দী উদযাপনে প্রস্তুতি সভা

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৯:২১:০২
মৌলভীবাজারের শতবছরের বিদ্যালয়ে শতাব্দী উদযাপনে প্রস্তুতি সভা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা সদরের কনকপুর ইউনিয়নের শতবছরের প্রাচীণ বিদ্যালয় রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাব্দী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শতাব্দী উদযাপনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো.ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জামাল উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম,সহকারী শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, ইউপি সদস্য সেলিম আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল্লাহ আল মামুন, আবদুল আহাদ, মো.আবুল হোসেন ও রাজু ইসলাম প্রমূখ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাচীন বিদ্যালয় হিসেবে রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সে অনুযায়ী ২০২৪ সালে বিদ্যালয়টির শতবর্ষে পদার্পন করবে। ওই বছর আয়োজন করা হবে শতাব্দী উদযাপন অনুষ্ঠান।

(একে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test