E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে তিনটি স্কুলের ৭১৭ জন শিক্ষার্থী পাচ্ছে ২০০ গ্রাম করে দুধ

২০২৩ সেপ্টেম্বর ২১ ১২:০৬:৫১
মৌলভীবাজারে তিনটি স্কুলের ৭১৭ জন শিক্ষার্থী পাচ্ছে ২০০ গ্রাম করে দুধ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হলো সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বছরব্যাপী বিনামূল্যে দুধ পান কর্মসূচি। এর নাম দেয়া হয়েছে ’’স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি’’। পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হওয়া ওই কর্মসূচির আওতায় জেলার মাত্র তিনটি স্কুল নির্বাচিত করা হয়েছে। এতে স্কুল খোলার দিনে ওই তিনটি স্কুলোর সর্বমোট ৭১৭ জন শিক্ষার্থী ২০০ গ্রাম করে পেকেটজাত দুধ পাবে। ইতিমধ্যে জেলা সদরসহ তিনটি উপজেলার তিনটি নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার শহরতলীর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহিনুল হক । এর আগে ওইদিন সকাল ১১টা থেকে ওই স্কুলের অভিবাবক ও ম্যানেজিং কমিটির ২৫ জন সদস্য নিয়ে কর্মসূচির লক্ষ্য বিষয়ে দুঘন্টা ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচকরা বলেন, মিল্ক ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণিজ পুষ্টির যোগান দিবে, সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। শিশুদের বিদ্যালয়ে আসতে অনুপ্রাণিত করবে। বিশেষ করে স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা এর সভাপতিত্বে মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠানে প্রথমে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত প্রত্যেক শিক্ষার্থীর জন্য আইডি কার্ড বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী দুধের পেকেট খুলে শিশুদের দুধ পান করিয়ে কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রাজিব মিয়া ও ইউপি সদস্য ইমরান আহমদ।

জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, ওই প্রকল্পের আওতাভুক্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত জেলার সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ উপজেলার মির্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুড়ী উপজেলার উত্তর বোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো জেলায় মাত্র তিনটি স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি শুরু করা হয়েছে। এতে প্রথম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল খোলা থাকার দিনগুলোতে টিফিনের সময় ২০০ গ্রাম করে পেকেটজাত দুধ পান করানো হবে। যা পুরো বছর অব্যাহত থাকবে।

মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহিনুল হক জানান, ২০২৫ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় গুলোতে চালু থাকবে মিল্ক ফিডিং কর্মসূচি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুস ছামাদ জানান, পাইলট প্রকল্পের অংশ হিসেবে আপদত জেলার তিনটি বিদ্যালয়ের মধ্যে মৌলভীবাজার সদরের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ জন, জুড়ী উপজেলার উত্তর বোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১ জন ও কমলগঞ্জ উপজেলার মির্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৮ জন শিক্ষার্থী ওই কর্মসূচির আওতায় রয়েছে। জেলার সবগুলো স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি চালু হবে কী না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, এই মুহুর্তে এ বিষয়ে বলা সম্ভব না।

(একে/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test