E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সামগ্রী দিলেন আব্দুর রহমান 

২০২৩ সেপ্টেম্বর ২২ ২২:৪৮:১৭
বোয়ালমারীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সামগ্রী দিলেন আব্দুর রহমান 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আর্ত মানবতার সেবার ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ নাহিদ আল রাকিবের হাতে তিনি এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন। বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী।

চিকিৎসা সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী আকবর আলী, জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ আরো অনেক। এর আগেও করোনা কালে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী বিতরণ করে আলোচনায় ছিলেন আওয়ামী লীগের এই নেতা।

(কেএইচএফ/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test