E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় চাঞ্চল্যকর  দলিল লেখক বরকত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৪:০৫:০৮
লোহাগড়ায় চাঞ্চল্যকর  দলিল লেখক বরকত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া থানা পুলিশের তৎপরতায় চাঞ্চল্যকর এসএম বরকত ওরফে সাহেব (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত দু'জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শফিক মোল্যা (৩৫) ওরফে শফি দাই লোহাগড়ার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের ইমারত হোসেন মোল্যার ছেলে ও আসামি আমিন মোল্যা (২২) ওরফে আমিন দাই একই গ্রামের আয়ূব হোসেন মোল্যার ছেলে।

নিহত দলিল লেখক এসএম বরকত আলী দক্ষিণ পাংখারচর গ্রামের মৃত আলফু শেখের ছেলে, তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা মোহাম্মদপুর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এস আই আশিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৮ নং আসামি মোঃ শফিক মোল্যা ওরফে শফি দাই, ১১ নং আসামি আমিন মোল্যা ওরফে আমিন দাইকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের দলিল লেখক এসএম বরকত আলী ওরফে সাহেবের সাথে একই গ্রামের কেরামত মোল্লা ওরফে কুনুর জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা বিদ্যমান থাকায় আদালত লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ২৯আগস্ট বিকাল সাড়ে ৩ টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য ভূমি অফিসের নায়েব পংকজ কুমার দাসের উপস্থিতিতে উভয় পক্ষ দক্ষিন পাংখারচর গ্রাম চৌরাস্তা বাজার সংলগ্ন দাই পাড়া সমাজসেবা ক্লাবে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীন সহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা খানম বাদী হয়ে ১ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এপর্যন্ত ১২ আসামির মধ্যে ৪ জন গ্রেফতার ও দু'জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা নড়াইল জেলা কারাগারে আটক আছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, দলিল লেখক বরকত হত্যা মামলায় ১২ জনের মধ্যে ৬ জন জেল হাজতে আটক রয়েছে, অন্যান্য পলাতক আসামিদের উন্নত প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test