E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ত্রসহ বেনাপোলের নাসিরকে আটক করেছে র‍্যাব, স্ত্রীর দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৭:২৭:৩৫
অস্ত্রসহ বেনাপোলের নাসিরকে আটক করেছে র‍্যাব, স্ত্রীর দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে মোঃ নাসির উদ্দীনকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। গেল শনিবার ৬ টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। মোঃ নাসির উদ্দীন দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবৈধ সোনা, অস্ত্র, মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলো বলে শোনা যাচ্ছে।

এদিকে নাসির উদ্দীনকে আটকের পর রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তার পরিবার। লিখিত বক্তব্য পাঠে তার স্ত্রী বিলকিচ জানান, আমার স্বামী একজন খামার ব্যবসায়ী। সে খামারের জন্য গরু কিনার উদ্দেশ্যে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার সাতমাইল হাটে যায়। গত শনিবার সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় তার স্বামীর সহকারী আল আমিনকে নিয়ে রীতিমত সাতমাইল গরু হাটে যাওয়ার পথে বকুল চেয়ারম্যান এর বাড়ির সামনে দুইজন ব্যক্তি সাদা পোশাকে তার স্বামীর মটর সাইকেল থামায় এবং তার সাথে সালাম বিনিময় করে। তাকে মটর সাইকেল থেকে নামতে বলে। তিনি মটর সাইকেল থেকে নামার জন্য অনিচ্ছা প্রকাশ করলে তাকে দুই হাত ধরে জোর পূর্বক মটর সাইকেল থেকে নামিয়ে নেয়। তারপর তার স্বামীর পাশে থাকা আল আমিন যখন তার লোকজনের কাছে ফোন দেওয়ার উদ্দেশ্যে ফোন বাহির করে তখন ঐ দুইজনের লোকজন আশেপাশে থাকা প্রায় ২৫/৩০ জন লোক এসে তার স্বামীকে একটি গাড়িতে তুলে যশোর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মুহিত তেল পাম্পে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট অবস্থান করে। তারপর যশোর থেকে একটি র‍্যাব-৬ এর গাড়ি আসে। এরপর একটি সাদা মাইক্রো গাড়ি আসে উক্ত গাড়ি থেকে অবৈধ অস্ত্রপাতি বের করে তার কাছে দেয় এবং বলে তোর কাছে অবৈধ অস্ত্র পেয়েছি। এই বলে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় ঐ তেল পাম্পের মালিককে ফোন করে ডেকে পাম্পের সিসি ফুটেজ ডিলিট করে যশোর রওনা দেয়। যশোরে আনুমানিক ১/২ ঘন্টা রাখার পর তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। খুলনা থেকে তাকে মিথ্যা মামলা দিয়ে আনুমানিক রাত ০৯.০০ ঘটিকার সময় শার্শা থানায় হস্তান্তর করে।

মোঃ নাসির উদ্দীনের স্ত্রী আরও বলেন এই মিথ্যা মামলা থেকে তাকে মুক্তি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত দেখাশুনা করতে পারে তার সুব্যবস্থা করতে দাবি জানান।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test