E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগের শক্তি জনগণ, যুক্তরাষ্ট্র লন্ডন না : কৃষিমন্ত্রী 

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৮:৫৬:২৮
আওয়ামী লীগের শক্তি জনগণ, যুক্তরাষ্ট্র লন্ডন না : কৃষিমন্ত্রী 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নির্বাচনে আমরা প্রস্তুত থাকবো। নির্বাচনে প্রত্যেক ঘরে ঘরে যাবো। উন্নয়নের কল্প কাহিনি সারা পৃথিবীর মানুষ জানে। সে গুলো আমরা জনগনকে জানাবো। সাথে সাথে বিএনপির ষড়যন্ত্র হুমকি ধমক সব কিছুতে মোকাবেলা করবো। আওয়ামী লীগের শক্তি জনগণ, যুক্তরাষ্ট্র, লন্ডন আওয়ামী লীগের শক্তি না। তৃনমূলের কর্মীরা। এ শক্তিকে নিয়ে পৃথিবীর যে কোন শক্তিকে মোকাবেলা করবো।

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশের যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় না। উত্তর বঙ্গে মঙ্গা হতো। এখন আর মঙ্গা নেই। জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। মন্ত্রী আগামী নির্বাচনে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান। এ সময় তিনি সরকারের উন্নয়ন বার্তা ঘরে পৌঁছে দেওয়া আহবান জানান।

মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌর মেয়র ছিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পি ছিদ্দিকী, আব্দুল গফুর মন্টু,জেলা আওয়ামী লীগের নেতা ডা. মীর ফরহাদুল আলম খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান ছিদ্দিক, যুব লীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, কুড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বর্ধিত সভায় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test