E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করব’

২০২৩ সেপ্টেম্বর ২৭ ২০:১৫:৪৭
‘আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করব’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আমি মুখে মুখে মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড সবকিছু সমাধান করে ফেলব এটা আমি বলবনা। পুলিশ হিসাবে আমার দায়িত্ব থাকবে শান্তি প্রিয় সুন্দর সমাজ গঠনের। আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করব একথা দৃঢ়তার সাথে বলতে পারি। কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো: এনামুল হক এসব কথা বলেন।

মঙ্গলবার রাতে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিকতা দরকার। তিনি বলেন পুলিশ, সরকারি অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশিল সমাজের সকল মানুষের উদ্দেশ্য একটাই দেশের সেবা ও মানুষের কল্যাণ করা। সকলে মিলেই যাতে একটি শান্তি প্রিয় সুন্দর সমাজ গঠন করতে পারি এই চেষ্টাই আমি করব।

মো: এমানুল হক বলেন ২০১০ সালে বাংলাদেশে পুলিশে যোগদানের পর ডিএমপি স্পেশাল ব্রাঞ্চ র‌্যাব সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে নেত্রকোনা জেলার দূর্গাপুর, বারহাট্টা, শ্যামগঞ্জ ও সর্বশেষ কলমাকান্দা উপজেলার শিধলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন শেষে আমাকে কেন্দুয়া থানায় অফিসা ইনচার্জ হিসাবে বদলি করা হয়েছে। বদলির আগে আমাকে কেন্দুয়া থানায় দেওয়া হবে আমি এ বিষয় জানতাম না।

তিনি বলেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার সকল মহলের আন্তরিক সহাযোগিতা চাই। ১৯৮৬ সালে কিশোরগঞ্জ জেলার সদর থানার অষ্টবর্গ গ্রামে জন্ম নেয়া মো: এনামুল হক ২০০১ সালে জিয়া উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এর পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরু দয়াল কলেজে লেখাপড়া শেষ করেন। তিনি পারিবারিক জীবনে ২ সন্তানের জনক।

মো: এনামুল হক বলেন, কেন্দুয়ায় এসেছি স্ত্রী-সন্তানদে নিয়ে এখানেই বসবাস করব। কেন্দুয়ার মানুষকে সুন্দর সেবা দিতে বিভিন্ন সময় গঠনমূলক পরামর্শ চান তিনি।

(এসবি/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test