E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

২০১৪ এপ্রিল ৩০ ১৯:০৪:১২
সিংড়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দোকান, বাড়ি ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। ফলে অনুষ্ঠান না করেই প্রতিমন্ত্রী সিংড়ায় ফিরে যান। তিনি ফিরে যাওয়ার পর অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আনন্দনগর ঘাটের ওপর ব্রীজ নির্মাণের ভিত্তি স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময় অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাখাওয়াত হোসেন বকুলসহ দলের নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সিংড়া উপজেলা সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে মিছিল নিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এগিয়ে যাচ্ছিল।

এসময় মিছিলকারীদের লক্ষ্য করে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাখাওয়াৎ হোসেন বকুলের সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রতিমন্ত্রী নিজে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে প্রতিমন্ত্রী সিংড়ায় ফিরে যান। ফলে বিলদহরের সকল অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এদিকে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে যোগদান না করে সিংড়ায় ফিরে যাওয়ার পর দু’পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এসময় দু’টি বাড়ি , একটি দোকান ও ছয়টি মোটর সাইকেল ভাংচুর করা হয় বলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সিংড়া উপজেলা সভাপতি রুহুল আমিন দাবি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মন্ত্রীর উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে মিছিল ও পাল্টা মিছিল হয়েছে। ভাংচুর বা কেউ আহত হওয়ার খবর তিনি জানেননা। তবে এবিষয়ে অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এমঅার/এটি/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test