E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় আটক ৬

২০১৪ নভেম্বর ০৩ ১৭:২২:১০
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় আটক ৬

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরির ঘটনায় হাসপাতালের স্টোর কিপার, কর্মচারী, ফার্মেসীর মালিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২লক্ষাধিক টাকা মূল্যের ২ বস্তা ওষুধ।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, মেডিকেল কলেজের স্টোর থেকে দীর্ঘদিন ধরে ওষুধ চুরি করে একটি সংঘবদ্ধ চক্র মা ফার্মেসী ও মেডি পয়েন্ট ডায়াগনষ্টিক সেন্টারে বিক্রি করে আসছিল। রবিবার সন্ধ্যায় হাসপাতালের ওয়ার্ড মাষ্টার সুমন কুমার কুন্ডু ওষুধ পাচারের সময় হাতেনাতে মেডি পয়েন্টের কর্মচারী সবুজ (২০) ও শিবলু (১৮)কে আটক করে। আটক ২ জনের স্বীকারোক্তি অনুযায়ী মা ফার্মেসী ও আল আমিন ক্লিনিক থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার ১৬টি আইটেমের ২ বস্তা ওষুধ উদ্ধার করা হয়। কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ আটক ২ জনের কাছ থেকে তথ্য পেয়ে রোববার রাতেই মা ফার্মেসীর মালিক জহুরুল ইসলাম (৪৫) ও আল আমিন ক্লিনিকের কর্মচারী সোহেল রানা (২১)কে গ্রেফতার করেন।

আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করলে হাসপাতালের ২ কর্মকর্তার নাম বেরিয়ে আসে। সোমবার ভোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দিমেক হাসপাতালের স্টোর কর্মকর্তা আজমানুল হক (৫০) ও সহকারী ষ্টোর কর্মকর্তা রেজাউল আলম শাহীন (৪০)কে গ্রেফতার করে। আল আমিন ক্লিনিকের মালিক পলাতক রয়েছেন।

রবিবার রাতে ওয়াড মাষ্টার সুমন কুন্ডু বাদী হয়ে কোতয়ালী থানায় দণ্ডবিধি ৩৮০, ৩৮১, ৪১১, ৪১৩ ও ড্রাগ অধ্যাদেশের ১৯৮২ সালের ২০ ধারায় মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ওষুধ পাচারের মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ডিবি পুলিশের এসআই বজলুর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে। আটক ৬ জনকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। আটক ৬জনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সিদ্দিকুর রহমান জানান, ইতিমধ্যেই হাসপাতালের স্টোর কর্মকর্তা আজমানুল হক (৫০) ও সহকারী ষ্টোর কর্মকর্তা রেজাউল আলম শাহীন (৪০)কে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি টীম গঠন করা হবে বলে জানান তিনি।

(এটি/এএস/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test