E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ফারুক হত্যা মামলার আসামী কলেজ ছাত্র বকুল গ্রেফতার 

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১৬:৫৩:৪৯
সাতক্ষীরায় ফারুক হত্যা মামলার আসামী কলেজ ছাত্র বকুল গ্রেফতার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন অশোকের মোড়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ নাজমুল হোসেন বকুল নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরের এক আত্মীয়ের বাড়ি থাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হোসেন বকুল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নেয় ক্ষেত্রপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পাটকেলঘাটা থানাধীন কাটাখালি গ্রামের বেল্লাল হোসেন জানান,তার ভাইপো সাগর হোসেন বাদশা কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় অশোকের মোড়ে সহপাঠী নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে এক ছাত্রীর সঙ্গে কথা বলা নিয়ে বচসা হয়। বচসার জেরে বাদশাকে মারপিট করা হয়। খবর পেয়ে বাদশাহ এর বাবা ফারুক হোসেন নয়ন ও লাকিকে সতর্ক করেন। এ খবর জানতে পেরে নয়নের মামা গ্রাম ডাক্তার রুবেলের নেতৃত্বে নাজমুল হোসেন বকুলসহ কয়েকজন ফারুক হোসেন কে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে তার ভাইপো তৌফিক আলম বাদশা বাদি হয়ে নয়ন, বকুল, রুবেলসহ ছয় জনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বুধবার সন্ধ্যায় পুলিশ নাজমুল হোসেন বকুলকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমীর হোসেন জানান, গ্রেফতারকৃত বকুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে আসামীকে আদালত চত্বরে নিয়ে আসার পর সঙ্গে থাকা পুলিশ সদস্য সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন,ওটা আদালতের এক্তিয়ার, তাদের কিছু করার নেই।

তবে আদালের আসামীদের গারদখানার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, আসামী আদালতে আনার পর গারদে ঢোকানোর আগে পর্যন্ত দায়িত্ব সংশ্লিষ্ট থানা পুলিশের। ছবি বা ভিডিও ধারণ করতে না দেওয়াটা ওই পুলিশের এক্তিয়ার। বিকেলে জেলে পাঠানোর সময় ছবি নিতে কোন আপত্তি নেই।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test