E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১৭:০১:১৮
পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কুশারিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরা নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারা যাওয়া মনিরা ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রামের আ. মান্নানের মেয়ে। তিনি স্থানীয় ধলাপাড়া কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ঘাটাইল ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বান্ধবীদের নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মনিরা। ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া নামক স্থানে পৌঁছলে মনিরা রিকশার পেছন থেকে সড়কে পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৫২৩৭) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test