E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্ত শুরু

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৮:২৮:২৭
ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্ত শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

তদন্ত কমিটির প্রধান রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগকারী ও ভূক্তভোগীদের কাছে সাক্ষ্য গ্রহণ করেছেন।,মঙ্গলবার দিনব্যাপী এই স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিকে তদন্ত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ থেকে চলে যাওয়ার পর চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা অভিযোগকারী আবু মুসা, শরিফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন। এসময় ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে সকলকে প্রাণনাশের হুমকি দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি গ্রহণ করেন। এর আওতায় হাকিমপুরের আলীহাট ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে ৬৯৮ জন দুস্থ নারীকে তালিকাভূক্ত করার সিদ্ধান্ত হয়। এরপর ১৪০০-১৫০০ আবেদন প্রার্থী অনলাইনে ফরম পূরণ করেন। পরে উপজেলা কমিটিতে ৬৯৮ জনকে চূড়ান্ত তালিকাভূক্ত করা হয়েছে। এসব উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

আলীহাটের বাসিন্দা আবু মুসা, শরিফুল ইসলাম ও ভূক্তভোগী একাধিক দুস্থ নারীর অভিযোগ, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান তার কুটকৌশল করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভিডব্লিউবি’র আওতায় কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের টার্গেট করেন। এরপর তিনি মৌখিক প্রচারনা চালান। এজন্য তিনি অনলাইনে আবেদন ফরম পূরণ করতে ১৪০০-১৫০০ জন আবেদন প্রার্থী দুস্থ নারীর কাছ থেকে ২০০ টাকা করে আবেদন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা গ্রহণ করেন। এদের অনেকে কার্ড পেলেও চাল পাচ্ছেন না। একজনের কার্ডে অন্যজনকে চাল দেওয়া হচ্ছে। আবেদন ফি ২০০ টাকা করে নিয়েও অনকেকে কার্ড দেওয়া হয়নি। আবার কাউকে ২ বার চাল দেওয়ার পর এখন দেওয়া হচ্ছে না। ঘষামাজা করে একজনের কার্ড অন্যজনের নামে করে চাল দেওয়া হচ্ছে। ভোটার কার্ডে বয়স কম দেখিয়ে কার্ড দেওয়া হয়েছে। ৪০ দিনের কর্মসুচিতে ভূয়া নাম দিয়ে প্রায় ২০-২৫ লাখ টাকা আত্মসাত করেছেন। আবার একজনের নামে ডাবল কার্ড দেওয়া হয়েছে। সম্প্রতি ডাবল কার্ডে চাল দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০ বস্তা চাল জব্দ করেছেন।

অভিযোগকারী আবু মুসা আরও জানান, গত ১৫ জুন আলীহাটের চেয়ারম্যান আবু সুফিয়ানের এসব অনিয়ম ও দুর্নীতির প্রমাণ তুলে ধরে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। এরই পেক্ষিতে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমাদের সাক্ষ্য গ্রহণ করেন এবং এসব বিষয়ে তদন্ত করেন। এর আগে আমি দিনাজপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর দুর্নীতি দমন অফিসে অভিযোগ করেছি। সেগুলির তদন্ত চলছে। কিছুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হতে পারে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এসব বিষয়ে বিভিন্ন দপ্তর থেকে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, তদন্ত কমিটির প্রধান রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর স্যার চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করছেন। গত মঙ্গলবার তিনি হাকিমপুরে তদন্তে আসেন।

চেয়াম্যান আবু সুফিয়ান জানান, কার্ডে কিছু সমস্যা হয়েছিল। সেগুলি সংশোধন করা হয়েছে। আবার কিছু কার্ড ডাবল হয়েছে। কার্ডে ২০০ টাকা নেওয়া হয়নি। ৫০ টাকা করে নেওয়া হয়েছে। কার্ড যাচাই করে প্রকৃত দুস্থদের চাল দেওয়ার ব্যবস্থা করা হবে। ৪০ দিনের কর্মসুচিতে ভূয়া নাম দেওয়ার কথা সত্য নয়। আমার ইউনিয়নের উন্নয়ন দেখে একটি মহল ঈর্ষানিত হয়ে ষড়যন্ত্র করছে। আমি কোন অনিয়ম-দুর্নীতি করিনি।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিডব্লিউবি’র কার্ড সহ ৪০ দিনের কর্মসুচিতে বিভিন্ন অনিয়মের তদন্ত করা হচ্ছে। তদন্তের বিষয়ে এখন কিছু বলা যাবে না। আরও তদন্ত করা হবে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মঙ্গলবার দুপুরে তদন্ত শেষে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ থেকে চলে গেলে চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা অভিযোগকারী আবু মুসাকে মারার জন্য খুঁজতে থাকেন। একপর্যায়ে স্থানীয় সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ভাড়াটে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর চড়াও হন। পরে পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা চলে যান। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test