E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে ডাক্তারকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি, আটক ১

২০১৪ নভেম্বর ০৩ ১৭:৫৭:০১
ফরিদপুরে ডাক্তারকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি, আটক ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সহকারী সার্জনকে বখাটে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাক্তার, নার্স ও কর্মচারীরা মানববন্ধন করেছে। সুষ্ঠু বিচার না হলে তারা কর্মবিরতিতে যাবারও ঘোষণা দিয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত বখাটে তোফাজ্জলকে গ্রেফতার করেছে।

সহকারী সার্জন ডা. কাফি চৌধুরী জানান, বেলা ১২ টার সময় হাসপাতালে কর্মরত অবস্থায় ডেমরা গ্রামের আব্দুল হাকিম তার স্ত্রী ইসমত আরা তিন মাসের সন্তানকে চিকিৎসা ও পথ্য সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। এ সময় কর্তব্যরত সিনিয়র নার্স রিজিয়া বেগম এর সাথে উপজেলার গোপালনগর গ্রামের বনওয়ারীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী সরকার এর ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৩২) সিনিয়র নার্সকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।

ডা. কাফি চৌধুরী এ সময় তোফাকে হাসপাতালে চেঁচামেচি না করতে বলায় বখাটে তোফা ডাক্তারের কলার ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাসপাতালের কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে নিচের গেট আটকিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম তোফাজ্জল হোসেন তোফাকে আটক করে।

কর্তব্যরত সিনিয়র নার্স রিজিয়া বেগম জানান, স্যারকে অন্যায় ভাবে আঘাত করেছে। হাসপাতালে ভর্তিকৃত শিশু রোগীর মা ইসমত আরা জানান, ডাক্তার সাহেব আমার শিশুকে সেবা দিচ্ছিলেন, পাশে বাগবিতন্ডা হওয়ায় ডাক্তার সাহেব এগিয়ে গেলে বর্হিরাগত ছেলেটি এলোপাথারী ভাবে মারতে থাকে।

এদিকে কর্তব্যরত চিকিৎসককে মারপিটের ঘটনার প্রতিবাদে ডাক্তার, নার্স ও কর্মচারীরা হাসপাতালের প্রধান ফটকে বেলা ১.৩০মি: হতে ২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। তারা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে ঘোষনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন জানান, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে অভিযুক্তকে পুলিশ আটক করেছে।

(এসএইচএম/এএস/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test