E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেম্বারে হার্টএট্যাকের পর মৌলভীবাজারে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৯:৫৮:০৭
চেম্বারে হার্টএট্যাকের পর মৌলভীবাজারে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএমএর আজীবন সদস্য ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন (৬২) মৌলভীবাজারে নিজের চেম্বার চলাকালীন সময়ে হার্টএট্যাকে মারা গেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখা অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে নিয়ে যাওয়া হয় পাশের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

বিশেষজ্ঞ এ চিকিৎসকের অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ নাজমুল হক জানান, শুক্রবার রুগী দেখা অবস্থায় হার্টএ্যাটাক করেন তিনি। পরে মারা যান লাইফ লাইন হাসপাতালে।

সূত্রে জানা যায়, ডাঃ দেলোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। ১৯৯৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘ সময় কর্মরত থেকে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এর পর ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় অবসরে যান। বর্তমানে তিনি ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

বিশেষজ্ঞ এ চিকিৎসকের সহকর্মীরা জানান, তাঁর দীর্ঘ চিকিৎসা ক্যারিয়ারে অনেক সুনাম রয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি সময় দিয়েছেন তিনি মৌলভীবাজারের বিভিন্ন চেম্বারে রুগী দেখার মাধ্যমে।

বিএমএর সাধারণ সম্পাদক ও মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী জানান, ডাঃ দেলোয়ার হোসেন খুবই ভাল মনের এবং ভাল মানের একজন চিকিৎসক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি।

এদিকে মৌলভীবাজারের শিশু বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার চিকিৎসক অঙ্গণে। অনেকেই সোস্যাল মিডিয়া ফেসবুকে মৃত্যুর বিষয়টি প্রচার করে শোক জানাচ্ছেন।

ডাঃ দেলোয়ার হোসেনের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক। তিনি এ চিকিৎসকের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(একে/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test