E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় বাঁধ ভেঙে তলিয়ে গেল ধানক্ষেত

২০২৩ অক্টোবর ০১ ১৪:০৬:৩১
গাইবান্ধায় বাঁধ ভেঙে তলিয়ে গেল ধানক্ষেত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া আলাই নদীর বেড়িবাঁধ পানি ঢুকে আরও আউশ ও আমন ক্ষেত তলিয়ে গেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাঁধটির দলদলিয়া অংশের বেশকিছু জায়গা ভেঙে যায়। এতে হু হু করে পানি লোকালয়ে ঢুকে শতাধিক বিঘা জমির উঠতি আউশ ও আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে।

ইতোমধ্যে আলাই নদীর তীরবর্তী দূর্গাপুর, দলদলিয়া এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এছাড়াও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কচুয়া ইউনিয়নের রামনগর, গাছাবাড়ী কচুয়া এলাকাতেও প্লাবিত হয়েছে।

দলদলিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বন্যায় আলাই নদীর বেড়িবাঁধ ভাঙনের ফলে আমার দেড় বিঘা জমির আমন ক্ষেত তলিয়ে যায়।

আরেক কৃষক মকবুল হোসেন বলেন, ওইস্থানে ভাঙন ঠেকাতে ৫০-৬০ জন লোক দিয়ে চেষ্টা করেও রক্ষা করা সম্ভব হয়নি। এর ফলে আমার কয়েক বিঘা জমির আমন নষ্টের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইছাহাক আলী বলেন, এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনকবলিত স্থান মেরামতসহ ক্ষতিগ্রস্তদের ব্যাপারে দেখা হবে।

(এসএআর/এএস/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test