E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও ইঞ্জেক্টেবল স্যালাইন বিতরণ

২০২৩ অক্টোবর ০১ ১৮:৫৫:৪০
যশোরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও ইঞ্জেক্টেবল স্যালাইন বিতরণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা পূর্বক ইঞ্জেক্টেবল স্যালাইন(সোডিয়াম ক্লোরাইড বি পি ০.৯%) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সিভিল সার্জন অফিসের হল রুমে এই অনুষ্ঠান করা হয়।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল সাদিক রাসেল, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গু মোকাবেলায় সচেতন হতে হবে। একমাত্র সচেতনতায় পারে ডেঙ্গুতে আক্রান্তের হার কমাতে। আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব, আসহায় মানুষদের অনেকাংশে উপকার হবে।

আলোচনা সভাশেষে ১০০ ব্যাগ ইঞ্জেক্টেবল স্যালাইন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। আইডিয়ার সদস্যরা নিজেদের জমানো অর্থে স্যালাইন কিনে মানুষের পাশে দাঁড়াতে চায়। এই স্যালাইন গরীব, অসহায় মানুষের চিকিৎসায় ব্যবহার করা হবে। বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাজারে ইঞ্জেক্টেবল স্যালাইন সংকট। চড়া দামে বিক্রি হওয়ার কারণে অনেকে ভোগান্তিতে পড়ছে। মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমাতে এই ব্যতিক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক মিতালী বালা।

(এসএ/এসপি/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test