E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা  

২০২৩ অক্টোবর ০২ ১৭:০৪:৪৩
সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা  

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জ তাঁতখানা  রায়হান (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত রবিবার রাত ১০ টা ৪৫ মিনিট সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ থানা দীন ৮নং ওয়ার্ড সৈয়দ পাড়া মৃত কামাল খানের বাড়িতে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

জানা গেছে, রায়হান বিষনপুর গ্রামের বিড়ল থানার দিনাজপুর জেলার মতিয়ার রহমান এর ছেলে।

রায়হান (২০) পিতা মতিয়া রহমান, মোঃ ইলিয়াস (২৬) পিতাঃ নজরুল শেখ সাং কোনার চর থানা আলফা ডাঙ্গা জেলাঃ ফরিদ পুর, মোঃ নাজমুল ইসলাম (২৪) পিতাঃ আমজাদ হোসেন সাং দামপাড়া

থানাঃ মধুপুর জেলাঃ টাঙ্গাইল এঁরা তিনজনই সিদ্ধিরগঞ্জ তাঁতখানা সৈয়দ পাড়া মৃত কামাল খানের বহুতল ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ইউনিট দক্ষিণ রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ঘটনার বিবরণে ইলিয়াস জানিয়েছেন ১ অক্টোবর রবিবার আনুমানিক সময় রাত ১০.১৫ মিনিট সময় রুমে ডুকতে দেখতে পায় উত্তর পাশের রুমের দরজা ভিতর থেকে আটকানো তাই ইলিয়াস রায়হান কে দরজা থাপড়াইয়ে ডাকতে থাকলে কোনো প্রকার সারা না পেয়ে পাশের ইউনিট থেকে কাউকে ডেকে আনে তাতেও কোনো উত্তর না পেয়ে নাজমুল কে মোবাইলে কল দিয়ে অফিস থেকে বাসায় আসতে বলে রায়হানের বড় ভাই রাশেকুল ইসলাম (২৭) কেও মোবাইলে কল দিয়ে বাসায় ডেকে আনে ইলিয়াস।

পরে তাদের চিল্লাফাল্লা শুনে নিচতলা থেকে আল আমিন নামের আরেক জন চতুর্থ তলা চলে আসলে রায়হানের বড় ভাই রাশেকুল ইসলাম বলেন দরজা ভেঙ্গে ফেলেন প্রয়োজনে ক্ষতিপূরণ দিব রাশেকুল এর কথায় সকলে মিলে উত্তর পাশের ভিতর থেকে আটকানো দরজা ভেঙ্গে দেখতে পায় রুমের সিলিং এর ফ্যান ঝুলানো রডে একটি ওড়না ধারা গলায় ফাঁস লাগানো রায়হানের ঝুলন্ত লাশ।

সিদ্ধিরগঞ্জ থানায় ফোন দিলে ঘটনা স্থলে এসআই আলমগীর তার ফোর্স নিয়ে সৈয়দ পাড়া মৃত কামাল খানের বাড়িতে এসে ঘটনা পরিদর্শন করে এবং রাত ১১.৫৫ মিনিট সময়ে লাশটি সুরতহাল করে। আপাতত সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এখন লাশটি থানায় নেওয়া হবে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

(এস/এসপি/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test