E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বরযাত্রীর বাস চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ 

২০২৩ অক্টোবর ০৪ ১৬:১৬:১৪
দিনাজপুরে বরযাত্রীর বাস চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বরযাত্রীর বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তাসহ দু'জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টায় দিনাজপুরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রোল পাম্প সংলগ্ন চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন, মো.জহুরুল ইসলাম (৪০) ও সুজন হোসেন (৪০)। নিহত জহুরুল দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে এবং সুজন হোসেন একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে। এদের মধ্যে জহুরুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার এসআই (ডিএসবি) হিসেবে এবং সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জহুরুল ইসলাম তার বন্ধু মোনায়েম হোসেন সুজনকে নিয়ে মোটরসাইকেল করে একটি মামলার সাক্ষী দিতে রাজশাহীতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও মোনায়েম মারা যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। মাথায় ও শরীরের বিভিন্নস্থান থেকে অনেক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ছেলে হারিয়ে মূর্ছনা যাওয়া নিহত জহুরলের পিতা আফফার উদ্দিন ভারাক্রান্ত ভাবে জানান, ‘আমার ছেলের বিয়ের এক দিন হলো। আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জহুরুল ইসলাম সবার বড়। সোমবার রুমা আকতারের সাথে তার বিয়ে হয়েছে। বিয়ের পরদিন মঙ্গলবার সকালে তার বন্ধু সুজনকে নিয়ে মোটরসাইকেলে রাজশাহী আদালতে মামলার সাক্ষী দিতে যান। আদালতের কাজ শেষে বিকেলে দুই বন্ধ মোটরসাইকেলে আবারো বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর কলেজ বাজারে সড়ক দুর্ঘটনায় দু'জনই প্রাণ হারিয়েছে। আমি এখন কি করবো।'

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test